কুড়িগ্রামে এক দম্পতির ঘরে জন্ম নিয়েছে দুই মাথা বিশিষ্ট কন্যা শিশু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জন্ম হয়েছে।
জানা গেছে, কন্যা শিশুটি জেলা সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেকেন্দার-আফরোজা দম্পতির সন্তান।
ওই দম্পতির প্রতিবেশি জাহিদ জানান, কন্যা সন্তানের মা আফরোজা বেগম( ২২) পরীক্ষার করে জানতে পারেন তার গর্ভে দুই মাথা বিশিষ্ট সন্তান রয়েছে। এরপরে ডাক্তারের পরামর্শে তিনি (২৩ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট কন্যার জন্ম হয়। শিশুটির বাবা সেকেন্দার আলী(৩২) জনান, বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছেন।
জানতে চাইলে শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ জানান, কনজয়েনটুইং এর জন্য এধরনের শিশুর জন্ম হয়। মায়ের গর্ভে কোনো কোনো সময় ভ্রুণ বৃদ্ধি পেলে তখন এটি আর আলাদা হতে পারেনা। ফলে দেহ এক হলেও পৃথক মাথা হয় । এসকল শিশু সাধারণত জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ভুমিষ্ট হয়ে থাকে।