মাগুরায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত ও কমপক্ষে দশজন আহত হয়েছেন। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলার সাইত্রিশ বাজারে দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকাল ৩টার দিকে মুকতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে মাগুরা থেকে ছেড়ে যাওয়ার সময় মাগুরা-ঝিনাইদহ সড়কের সাঁইত্রিশ বাজারে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দূর্ঘটনায় নিহতরা হচ্ছেন- নড়াইলের বিমল কুমার দাস (৭০) ও মাগুরার হজরাপুরের আবুল কাসেম(৪৫) ।
দূর্ঘটনার খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের ও দূর্ঘটনার শিকার গাড়ি দুটি উদ্ধার করে ।
দূর্ঘটনায় সবজিবাহী ট্রাক টি রাস্তায় উলটে পড়াতে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
মাগুরা সদর থানার ওসি মনজুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।