যশোরের অভয়নগর উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে অভয়নগর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশিং ডে-২০২১ অনুষ্ঠিত হয়। প্রথমে বর্ণাঢ্য র্যালি পরে অভয়নগর থানা প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার এএসপি (খ) সার্কেল মুকিত সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মিজানুর রহমান, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আহমেদ খান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. ইব্রাহিম হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক ফারাজী মাসুদুর রহমান টিটো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর মো. তালিম হোসেন, মো. মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন প্রমুখ। আলোচনাসভাটি পরিচালনা করেন, অভয়নগর থানার এসআই উজ্জল হোসেন।