সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে দুই বাংলাদেশির লাশ পাওয়া গেছে। পুলিসের দাবী বিএসএফের গুলিতে নিহত হয়েছে ওই দু’জন বাংলাদেশি। তারা উপজেলার এরালিগুল গ্রামের বাসিন্দা।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বলেন, রাতে সীমান্তে বিএসফের গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়। এসময় একজন আহত অবস্থায় বাড়ি ফিরে আসলেও বাকি দু’জন নো ম্যান্স ল্যান্ডে মারা গেছেন। তাদের লাশ এখনো নো ম্যান্স ল্যান্ডেই রয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
তিনি আরোও জানান ,রাতে ঘটনা ঘটলেও ঘটনাস্থল প্রত্যন্ত পাহাড়ি সীমান্ত এলাকার কারনে আজ বুধবার বিকেল চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।
বেআইনিভাবে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ।
এদিকে মরদেহ নো ম্যান্স ল্যান্ডেথাকার কারণে পতাকা বৈঠকের পর মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ জানায়।