পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরে ডুবে সিনথীয়া আক্তার (৫) শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুর আড়াই টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ গ্রামের মোঃ হিরনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পশ্চিম পাশে পুকুর ঘাটে গেলে হঠাৎ পানিতে পড়ে যায় সে। স্বজনরা অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ।