যশোরের অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের (বিকেএফ) আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিব›দ্বী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উক্ত ফাউন্ডেশনের সহকারী পরিচালক প্রশিক্ষণ ও প্রতিবন্ধী পূর্ণবাসন প্রকল্পের ফোকাল পারসন এসএম ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ অভিভাবকবৃন্দ।
সহায়ক উপকরণ হিসেবে উপজেলার কাদিরপাড়া গ্রামের আয়েশা বেগমের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে উর্মি খাতুন এবং একই গ্রামের অর্চনা মন্ডলের মেয়ে পূজা মন্ডলকে একটি করে হেয়ারিং এইড প্রদান করা হয়।
এছাড়া উপজেলার রাজঘাট মোয়াল্লেমতলা গ্রামের সুরাইয়া বেগমের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে রুসা, নওয়াপাড়া গ্রামের মিখিলা খাতুনের ছেলে আব্দুল্লাহ বোখারী, চেঙ্গুটিয়া গ্রামের জেসমিন খাতুনের ছেলে আহাদ হোসেন ও মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের ফেরদৌসি খাতুনের ছেলে আশরাফুল ইসলামকে একটি করে স্পেশাল চেয়ার বিতরণ করা হয়।