বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক সংবাদের প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র মন্ডলের মামিমা যশোরের পুর্ব বারান্দিপাড়ার (মালো পাড়া) মৃত নিমাই চন্দ্র আইচের স্ত্রী মায়া রানী আইচ গত ১৩ নভেম্বর মারা গেছেন।
ঢাকার শেরে বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন সকাল ৯-১৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (দিবং লোকং —-সগচ্ছতি)। ঐ দিনই রাত ১২ টায় যশোর নীলগঞ্জ মহাশ্বশানে তার শবদেহ সমাহিত করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মায়া রানী আইচ কলারোয়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের মৃত ইন্দ্রভূষন করের মেয়ে। তার মা আরতি রানী কর একজন প্রসিদ্ধ মাতৃসাধক ছিলেন। তিনি ১২ বছর ভাত না খেয়ে জীবন ধারন করেছিলেন। সেই আমলে আরতি রানী করের ভাত না খেয়ে জীবন ধারনের কাহিনী নিয়ে অনেক পত্র-পত্রিকায় লেখালেখি হয়েছিল। মায়া রানী আইচের ৩ পুত্র সন্তানের মধ্যে ২ জন যশোর শহরের ব্যাবসায়ী ও ১ জন আমেরিকান লাইফ ইন্সুরেন্সে কর্মরত আছেন।