একুশে পদক, স্বাধীনতা ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক আজ রাত সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি——–রাজিউন ) ।
৮৩ বছর বয়সী হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক কর্মরত ছিলেন।
তিনি ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে সরকারিভাবে একুশে পদক, ২০১৮ সালে বেসরকারি এক ব্যাংকের পক্ষে ‘সাহিত্যরত্ন’ ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।