টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৬ নভেম্বর ) জেলার সদর উপজেলার ঘারিন্দা ইউপির গোসাইজোয়ার গ্রামে অটোরিকশার চার্জ খুলতে গেলে ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন- মৃত মাইন উদ্দিনের ছেলে কৃষক মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৩৩)।
ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, সোমবার আনোয়ার হোসেন একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা কিনে এনে রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন।
মঙ্গলবার ভোর ৪টায় অটোরিকশার চার্জ খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুতায়িত হয়ে চিৎকার করলে বাবা আইন উদ্দিন ছেলেকে বাঁচাতে এসে তাকে স্পর্শ করলে তিনিও স্পর্শ হন। এসময় দুজনের চিৎকার শুনতে পেয়ে আনোয়ারের মা বিদ্যুতের মেইন লাইন বন্ধ করেন ।
এ অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।