নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মহাকাল- ভাঙ্গাগেট এলাকার আলেক শেখের মেয়ে মোছা. রিলিফা বেগম (৩০) দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থাভাবে মানবতার জীবন জাপন করছেন ।
বিষয়টি জানতে পেরে নওয়াপাড়া পৌর সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ তার পাশে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বিকালে তার নিজ বাড়িতে গিয়ে তাকে আর্থিক সাহায্য দেয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্ববায়ক খন্দকার আল ইমরান জানান, আমরা পৌর স্বেচ্ছাসেবক লীগ আমাদের সামার্থ অনুযায়ী অসহায় রিফিফা বেগমের পাশে থাকার চেষ্টা করছি। তাছাড়া সমাজের মানবিক এবং বিত্তবান মানুষদের কাছে ওই পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাঁড়িয়ে দেয়ার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।