রাজধানীর বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গ্রীন ইউনিভার্সিটির এক ছাত্র নিহত হয়েছে ।
নিহত মাহাদী হাসান লিমন (২২) গ্রীন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে সহপাঠিরা লিমনের মরদেহ শনাক্ত করে।
লিমনের এক সহপাঠি জানান, তারা উত্তরা শেওড়াপাড়া গ্রীন ইউনিভার্সিটির ছাত্র। তিনি জানান, উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে লিমন শুক্রবার রাতে গ্রামের বাড়ি জয়পুরহাট থেকে ঢাকায় আসা তার মাকে আনতে মোটরসাইকেলযোগে ঝিগাতলায় খালার বাসায় যাচ্ছিলেন ।
এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তার মাথায় থাকা হেলমেটটিও গুড়িয়ে যায়।
দূর্ঘটনার খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
বিমানবন্দর থানার এসআই মো. আসাদুজ্জামান শেখ জানান, রাতে মোটরসাইকেলে যাবার সময় লিমন ট্রাকের চাপায় আহত হন । মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।