যশোর-ঝিনাইদহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হচ্ছেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার লসকার গ্রামের নিরাপদ মিস্ত্রি (৬৮), তার স্ত্রী কবিতা (৫০) এবং যশোর শহরের চুড়িপট্টির হাসিবুর রহমান (২৪)।
আজ শনিবার (৪ ডিসেম্বর) সড়কের সাতমাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায় , খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি (খুলনা ব-১১-০১২৪) কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে কমপক্ষ ২০ জন যাত্রী আহত হন।