যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-মামুন(১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাত ২ টার দিকে উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-মামুন ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
নিহতের চাচাতো ভাই হাবিবুর রহমান জানান, আকাশে বৈরী আবহাওয়া থাকায় রাত ১ টার দিকে ট্রলিতে করে মাঠ থেকে গোলাম সরোয়ারের ধান আনতে যায় । ধান আনা শেষ করে গোলাম সরোয়ারের বাড়িতে থাকা মোটর চালিত ধান মাড়াই যন্ত্রের খুটিনাটি সমস্যা ঠিক করার সময় বিদ্যুৎ থাকা অবস্থায় আল-মামুনের হাত মোটরে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে আহত হয়। এ অবস্থায় তাকে বাঘারপাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম রেজা আল-মামুনকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-মামুন নামের কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।