ট্রেনে কাটা পড়ে নীলফামারী সদরে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন।
আজ বুধবার (৮ ডিসেম্বর) সকালে সদরের কুন্দপুকুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ৩ ভাইবোন রেললাইনের ওপর খেলা করার সময় খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম নামে এক যুবক তাদের লাইন থেকে সরাতে গেলে ৪ জনেই ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছেন- লিমা আক্তার (৮), মিনা আক্তার (৬) মোমিনুর রহমান (৪) এবং তাদের বাঁচাতে যাওয়া যুবক শামীম হোসেন (৩০)।
সৈয়দপুর জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন,দূর্ঘটনার খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।