পাকিস্তানের করাচির এক ফ্লাট থেকে মোহম্মদ সোহেল (৬০)নামে এক ব্যাক্তির খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। খুনের অভিযোগে পুলিশ তার কথিত স্ত্রী রুবাব(৪৫) কে আটক করেছে।
পুলিশের ভাষ্যমতে ওই খন্ডবিখন্ড মরদেহের পাশে ঘুমন্ত অবস্থায় ছিলেন তার স্ত্রী। এসময় মহিলাটি নেশাগ্রস্ত ছিলেন বলে পুলিশ জানায়।
নিহত মোহম্মদ সোহেল করাচি সদর এলাকার আবদুল্লা হারুন রোডের ওই ফ্ল্যাটেরই বাসিন্দা ছিলেন।
পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। এনিয়ে সে দেশের সংবাদ মাধ্যম সরব হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রুবাব খুনের কথা স্বীকার করেছেন। তার দাবী স্বামী সোহেল নেশাগ্রস্থ ছিলেন। নিহতের অন্য স্ত্রীর ছেলে জানান, তার বাবার সাথে বিয়ের পর তার সৎ মা রুবাব দীর্ঘ ছয় বছর ধরে একত্রে বসবাস করছেন।
করাচি প্রিডি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, দাম্পত্য কলহের জেরে খুনের ঘটনা ঘটতে পারে।
তদন্ত কর্মকর্তা জানান, ওই ফ্লাটের এক বাসিন্দা সোহেলের ফ্ল্যাটের দরজার সামনে কাটা আঙুল ও রক্ত দেখতে পেয়ে থানায় ফোন করেছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতের খন্ডবিখন্ড দেহাংশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিন্নাহ মেডীকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সুত্র-আনন্দ বাজার