শনিবার বরগুনা সার্কিট হাউজ মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বল্প সময়ে রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে।
বরগুনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা ।
জনপ্রতিনিধি নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকতে জনগনের প্রতি অনুরোধ রাখেন মন্ত্রী। তিনি বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড প্রদানসহ বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করবে সরকার।
এসময় মন্ত্রী ১শ’জন কে চিকিৎসা সহায়তার অনুদানের চেক প্রদান করেন। একই সাথে শতাধিক দরিদ্র শিক্ষার্থী ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।