1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিরনিদ্রায় শায়িত হলেন নারী বীরমুক্তিযোদ্ধা হালিমা খাতুন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

চিরনিদ্রায় শায়িত হলেন নারী বীরমুক্তিযোদ্ধা হালিমা খাতুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ জন খবরটি পড়েছেন


বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় তালিকাভুক্ত তিন নারী বীরমুক্তিযোদ্ধার একজন চিরনিদ্রায় শায়িত হয়েছেন। সোমবার সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিন বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম ইন্দ্রায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

বন্ধুকধারি এ নারী বীরমুক্তিযোদ্ধার নাম হালিমা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি উপজেলার দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণাগ্রহি রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে হালিমা খাতুনের স্বামী আতিয়ার রহমানকে হারিয়ে বাবার বাড়ি ইন্দ্রা গ্রামে বসবাস করছিলেন। দীর্ঘদিন অসুস্থ্যজনিত কারণে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে মেয়ে জামাইয়ের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন হালিমা খাতুন। রোববার তাঁর অবস্থার অবনতি হলে সকাল ৯ টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী স্মৃতিচারণ করে বলেন, আমার বাড়ি আর হালিমা খাতুনের বাড়ি পাশাপাশি। তিনি সাহসী মেয়ে ছিল। মুক্তিযুদ্ধ চলাকালে বন্দুক নিয়ে যুদ্ধ করেছেন। পুরুষ মানুষের মতো দূরদর্শী ছিলেন। দুঃখের বিষয় এই ইন্দ্রা গ্রামে ২ জন নারী বীরমুক্তিযোদ্ধা থেকে আমরা একজন নারী বীরমুক্তিযোদ্ধাকে হারালাম।

বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনারে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার প্রমুখ। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামে ফতেমা খাতুন ও মালঞ্চি গ্রামে রোকেয়া খাতুন নামের তালিকাভুক্ত আরো দু’জন নারী বীর মুক্তিযোদ্ধা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews