1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৫২ জন খবরটি পড়েছেন


 এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।।

 
স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

  সোমবার ১০ জানুয়ারী ২০২২ সকাল ১১ টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে আওয়ামী নেতৃবৃন্দের অংশ গ্রহনে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ মিছিলটি শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়।

এরপর সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর-রশীদ হারুন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বক্তব্য রাখেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

এসময় শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজাহার আলী, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসেন আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন মন্ডল, আফজাল হোসেন ও ভারত চন্দ্রসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews