বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরাসহ করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তরার নিজ বাসায় দুজনেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করে বলেন, আজ (মঙ্গলবার) মহাসচিবের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। অন্যদিকে গতকাল মহাসচিবের স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। তারা দুজনই বাসাতে চিকিৎসকের পরামর্শে রয়েছেন।
তিনি জানান,বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফখরুল ও তার স্ত্রীর খোঁজ-খবর নিচ্ছেন।