অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
বাংলাদেশের এইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএটিভি’র ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের অভয়নগরে জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনাসভা ও কেক কাটা হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ, মাস্টারমাইন্ড স্কুলের চেয়ারম্যান প্রদীপ কুমার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, এসএ পরিবহন নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক রনজিউল ইসলাম, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত।
এসএটিভি অভয়নগর উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী রেজাউল করিম, সাকিব জিকো, জাকির হোসেন হৃদয়, রকিবুল ইসলাম রুবেল, শেখ জাবেদ আলী, শফিকুল ইসলাম পিকুল, সাংবাদিক হান্নান শেখ, রণজিৎ মল্লিক, কামাল হোসেন প্রমুখ। পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।