লক্ষ্মণ চন্দ্র মন্ডল ,শালিখা (মাগুরা) থেকে।।
নাহিদ হাসান(২৪) নামের এক ছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে৷ নিহত নাহিদ হাসান মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কলেজের সেভেন সেমিষ্টারের মেধাবী ছাত্র৷
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১ ফেব্রয়ারী বিকাল সাড়ে ৭ টার সময় হল রুমের মধ্যে সামান্য কথা কাটাকাটি নিয়ে নেত্রকোনা সদরের জামাতি গ্রামের মনোয়ার পারভেজ নামের এক বখাটে সন্ত্রাসী তার নিজ হাতে থাকা রড দিয়ে নাহিদ হাসানকে পিটাতে থাকে ৷ এক পর্যায়ে মাথায় আঘাত করলে নাহিদ হাসান মাটিতে পড়ে যায়৷ এসময় তার ওই রুমের মধ্যে প্রচন্ড রক্তক্ষরণ হয় । পরে সংকটজনক অবস্থাইয় তাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্সহাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানেও তার অবস্থা অবনতি হলে তাকে অপারেশন করা হয় ৷ এর পর তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখান চিকিতসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত ৩ টা ১৫ মিনিটে মারা যান নাহিদ হাসান।
এব্যাপারে নিহত নাহিদ হাসানের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ঢাকা মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন৷ মামলা নং ২৬ ৷
ঢাকা মিরপুর মডেল থানার তদন্তকারী অফিসার এসআই আনোয়ার হোসেন মোবাইল ফোনে জানান, হত্যার মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে ৷ মামলা তদন্তাধীন রয়েছে৷
এব্যাপারে প্রশাসন সহ মাননীয় প্রধান মন্ত্রীর কাছে হত্যাকারীর ফাঁসিসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন নিহতের পরিবার৷