ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেছেন এক ব্যবসায়ী।
বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৬৯০ টাকা (১০ লাখ মার্কিন ডলার) পুরস্কার দিতে চেয়েছেন তিনি। খবর: দ্যা ইন্ডিপেনডেন্ট
অ্যালেক্স কোনানেখিন সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে ওই পুরস্কার ঘোষণা করেন। অ্যালেক্স কোনানেখিন নামের রুশ ব্যবসায়ী এই প্রস্তাবকে তার ‘নৈতিক দায়িত্ব’ বলে মনে করছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন।
অ্যালেক্স কোনানেখিন বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি ওই কর্মকর্তাকে ১ লাখ মার্কিন ডলার দেব, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে।’