1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশবরেণ্য দুই বিশিষ্ট চিকিৎসক এবার স্বাধীনতা পদক পাচ্ছেন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

দেশবরেণ্য দুই বিশিষ্ট চিকিৎসক এবার স্বাধীনতা পদক পাচ্ছেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৯৯ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশবরেণ্য দুই জন বিশিষ্ট চিকিৎসক এবার স্বাধীনতা পদক পাচ্ছেন।

এঁরা হচ্ছেন- অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম ও অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম শহীদ পাকশী ইক্ষু গবেষণা ইনিস্টিটিউটের আরনোমিস্ট আমিনুল ইসলামের পুত্র এবং তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪০তম ব্যাচের ফার্স্টবয় ছিলেন এবং ১৯৭৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমএস (নিউরো সার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি দেশে ১হাজারের অধিক কিডনী প্রতিস্থাপন করে আলোচিত হয়েছেন। করোনা মহামারিতেও তার প্রতিষ্ঠিত রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি অ্যান্ড ইউরোজজি) হাসপাতালে মহামারি চলাকালীন প্রায় ২৫৫টি কিডনি প্রতিস্থাপিত হয়েছে।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে এফসিপিএস অর্জন করেন। ২০১৮ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও ১৯৯৩ সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে এফআইসি ,২০১২ সালে শ্রীলঙ্কা থেকে সম্মানসূচক এফএসএলসি এবং কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, পাকিস্তান থেকে সম্মানসূচক এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ২০১৮ তিনি আন্তর্জাতিক ‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৯ সালে কনক কান্তি বড়ুয়া অধ্যাপক পিএস রামানি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান।

মঙ্গলবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।একই সাথে ১০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews