আজিজুল ইসলাম।।
যশোরের নারিকেল বাড়িয়া ডিগ্রী কলেজ থেকে মেডিকেল পরীক্ষায় দুই অদম্য মেধাবী শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। গত মঙ্গলবার(৫ এপ্রিল) ব্যাচেলর অব মেডিকেল অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি ( এমবিবিএস ) ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
শিক্ষার্থী দু’জন হচ্ছেন- সুরাইয়া জান্নাত সেতু ও খায়রুজ্জামান শিহাব।
নারিকেলবাড়িয়া ডিগ্রী কলেজের প্রধান অফিস সহকারী ফারুক হোসেন জানান, সুরাইয়া জান্নাত সেতু উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের মেয়ে এবং খায়রুজ্জামান শিহাব একই ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
সুরাইয়া জান্নাত সেতু খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ঢাকা মুগদা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে্ন। সেতু ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করতে চান।
অন্যদিকে খায়রুজ্জামান শিহাব খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়ে যশোর মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। খায়রুজ্জামান শিহাব ভবিষ্যতে দেশ সেরা কার্ডিওলজিষ্ট হতে চান।
নারিকেলবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিহির সাহা বলেন, ২০২১- ২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় কলেজের কৃতি দুই শিক্ষার্থি সুরাইয়া জান্নাত সেতু ঢাকা মুগদা মেডিকেল কলেজ ও খায়রুজ্জামান শিহাব যশোর মেডিকেল কলেজে সাফল্যের সাথে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের এ সাফল্যে আমরা সবাই খুশি হয়েছি। আমরা চাই তারা ভালো চিকিৎসক হয়ে তারা দেশের সেবাইয় নিয়োজিত থাকবে।