ডেস্ক রিপোর্ট।।
এবছর জনপ্রতি ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল শনিবার (৯ এপ্রিল) জাতীয় সাদাকাতুল ফিতর নর্ধারণ কমিটির এক বৈঠক ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফিতরার হার নির্ধারণ করা হয়।
এবছর নির্ধারিত ফিতরার পরিমান সর্বোচ্চ জনপ্রতি ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা।