ডেস্ক রিপোর্ট।।
সুইডেনের ওরেব্রো শহরে গত বৃহস্পতিবার একটি উগ্র ডানপন্থী গোষ্ঠী কোরআন শরিফ জ্বালিয়ে দেয়। শুক্রবার এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে চার পুলিশ কর্মকর্তাসহ আরো এক ব্যাক্তি আহত হন।
স্থানীয় পুলিশ জানায়, সমাবেশের অনুমতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এগিয়ে গেলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছোড়ে, তাদের প্রতিরক্ষা ব্যারিকেড ভেঙে দেয় এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সুইডেনের পুলিশ প্রধান অ্যান্ডার্স থর্নবার্গ জানান, অতি-ডানপন্থী নেতা পালুদান সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত ইসলাম বিরোধী কার্যক্রম চালাচ্ছেন। ২০২০ সালের নভেম্বরে, তাকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়। এছাড়াও সে সময় বেলজিয়ামে তার আরো পাঁচ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আল জাজিরা