ডেস্ক রিপোর্ট।।
আপনি যদি ২০৩০ সাল অবধি বেঁচে থাকেন এবং ঈমানদার মুসলমান হয়ে থাকেন তাহলে ভাগ্যে জুটে যেতে পারে দুটি পবিত্র রমজান মাস। জ্যোতির্বিজ্ঞানীরা এমনই ভবিষ্যতবাণী করেছেন।
১৯৯৭ সালে সর্বশেষ দুটি পবিত্র রমজান মাস পেয়েছিলেন ধর্ম্প্রাণ মুসলমান সম্প্রদায়। এ ঘটনার পূনরাবৃত্তি হতে যাচ্ছে আগামী ২০৩০ সালে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ২০৩০ সালে রমজান মাস দুইবার আসবে। প্রথমবার জানুয়ারিতে, পরের বার ডিসেম্বরের শেষের দিকে।
প্রতিবছর রমজান মাস পরিবর্তিত হওয়ার কারণ মুসলমানরা রোজা রাখে হিজরি বর্ষের ওপর ভিত্তি করে। হিজরি বর্ষ চন্দ্র চক্রের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। ফলে প্রতিবছরই এই সময় পরিবর্তিত হয়।
সাধারণত প্রতি ৩০ বছরে একবার বছরে দুইটা রমজান মাস আসে। কারণ চন্দ্র ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারের চেয়ে ১১ দিন ছোট হয় বলে সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানী খালেদ আল-জাকাক টুইটারে ব্যাখ্যা করেছেন।