ডেস্ক রিপোর্ট।।
তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে এই অভিযোগ তুলে গান, সিনেমা, টিভি নাটকের পর এবার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও জনপ্রিয় অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করেছে তালেবান।
ক্ষমতা দখলের পর তালেবানরা আফগানিস্তানে গান, সিনেমা, নাটক বন্ধ করে দেওয়ায় বিনোদনের জন্য টিকটক আর পাবজি তরুণ প্রজন্মের আফগানদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
বৃহস্পতিবার একটি বিবৃতিতে মন্ত্রিসভা দাবি করেছে যে এই অ্যাপ্লিকেশনগুলো ‘তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে গেছে’। তাই টেলিকম মন্ত্রণালয়কে ওই অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে।
তিন কোটি ৮০ হাজার জনসংখ্যার দেশ আফগানিস্তানের মাত্র ৯০ লাখ মানুষের ইন্টারনেট সুবিধা আছে বলে একটি স্বাধীন তথ্য সংগ্রহকারী সংস্থা ডাটারিপোর্টালের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ৪০ লাখের মতো মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক।