ডেস্ক রিপোর্ট।।
গত বছর আজকের দিনেই বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল। বিজেপি সহ বিরোধী শক্তিকে পরাস্ত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল। সোমবার তৃণমূলের এই বিপুল জয় উপলক্ষে ভবিষ্যতবাণী করলেন কুণাল ঘোষ। সেই ভবিষ্যৎবাণীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।
ফেসবুকে ঠিক কী লিথেছেন তৃণমূলের মুখপাত্র। ফেসবুকের পোস্টে তিনি লিখেছেন, ‘২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতি বসুর নজির ভেঙে রেকর্ড গড়বেন তিনি। এরপর বাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন অভিভাবক হিসাবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ পাশাপাশি তিনি যে দিল্লি জয়ের ব্যাপারে আশাবাদী সেবিষয়েও জানিয়েছেন কুণালবাবু। এই প্রসঙ্গে তিনি জানান, ‘যদি দিদিকে দিল্লি ও দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেক রকম তো হবেই।’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই পোস্ট রাজ্য রাজনীতিতে এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। হিন্দুস্তান টাইমস