ডেস্ক রিপোর্ট।।
এবার আগামী ৮ জুলাই (৯ জিলহজ) চাঁদ দেখা গেলে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। লক্ষ লক্ষ কন্ঠে সৌদি আরবের আরাফাত মাঠ মুখরিত হবে- ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা, ওয়াননি’মাতা, লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক… ।
এবছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। তন্মধ্যে সরকারি ভাবে ৪ হাজার জন ও বেসরকারি ভাবে ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করেন। ১১ মে ঘোষণা করা হয়েছে হজ প্যাকেজ। হজ ফ্লাইট শুরু হতে পারে ৫ জুন।