1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
মিসরের নাগরিকদের গাছের পাতা খাওয়ার পরামর্শ দিলেন প্রেসিডেন্ট সিসি - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলেঙ্গানায় কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

মিসরের নাগরিকদের গাছের পাতা খাওয়ার পরামর্শ দিলেন প্রেসিডেন্ট সিসি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৬৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার দেশের নাগরিকদের মূল্যস্ফীতি রোধে পরামর্শ দিয়ে বলেছেন প্রয়োজনে গাছের পাতা খান। তিনি আরবে রাসুল (সা:) যুগে দুর্ভিক্ষের সময় গাছের পাতা খেয়ে থাকার বিষয়টির বর্ণনা দেন। সিসি বলেন, মূল্যস্ফীতিতে তিনি চিন্তিত নন। এক কেজি ওক্রার দাম ১০০ মিশরীয় পাউন্ড হলেও মিশরীয়রা সচেতন যে তারা  নবী (সা:) এর সাহাবীরা দুর্ভিক্ষের সময় গাছের পাতা খেয়ে থাকার বিষয়টি জানেন। কুরাইশরা সেসময় মুসলিমের বিরুদ্ধে অবরোধ দিলে এধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

আল-সিসি আরও বলেন, মিশরীয়দের ধৈর্য ধরতে হবে এবং অবিলম্বে মূল্যস্ফীতির মত সমস্যার সমাধান দাবি করা যাবে না। গত মার্চ মাসে মিশর ছয় বছরের মধ্যে তৃতীয়বারের মতো আইএমএফ-এর কাছে ঋণের জন্য আবেদন করে কারণ দেশটি দুর্নীতি, বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর ফলে পর্যটন খাতে ব্যাপক ধসের শিকার। বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছেন যে জ্বালানি এবং খাবারের দাম আরও বৃদ্ধি মিশরে নাগরিক অস্থিরতা সৃষ্টি করতে পারে যেখানে জনসংখ্যার এক তৃতীয়াংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে।

আল-সিসি বছরের পর বছর ধরে অসংখ্য আপত্তিকর মন্তব্য করেছেন। এর আগে সরকারের অর্থনৈতিক সংস্কারের ফলে খাদ্য ভর্তুকি কমানোর পর ফল ও সবজির দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার পর তিনি অর্থ বাঁচাতে মিশরীয়দের ওজন কমাতে বলেছেন।

মিশরীয় নিরাপত্তা পরিষেবার একজন সদস্য মোহাম্মদ মনসুর বলেন, ক্রমবর্ধমান দাম এবং খাদ্য ঘাটতির বিষয়ে অভিযোগ করা ‘অসভ্য’ এবং দেশের স্বার্থে মিশরীয়দের ‘তাদের রাতের খাবার না খেতে’ বলা হয়েছিল। এছাড়া ২০১৯ সালে প্রেসিডেন্ট সিসি মিশরীয়দের অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধির জন্য দিনে ১২ ঘন্টা কাজ করতে বলেছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews