গোলাম কবীর হিমুল , বুটেক্স প্রতিনিধি ।।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার অংশ হিসেবে অংশীজনের (stakeholder) অংশগ্রহনে আজ (৬ জুন) বুটেক্স অডিটোরিয়ামে জাতীয় শুদ্ধাচার কৌশল, বুটেক্সের উদ্যোগে এক সেমিনার ও সভার আয়োজন করা হয়।
জাতীয় শুদ্ধাচার কৌশল কমিটি, বুটেক্সের আহবায়ক ও টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড.মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলি। এই সেমিনার ও সভার অংশগ্রহণকারী হিসেবে ছিলেন সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও সকল ক্লাস প্রতিনিধি।
সভার এক পর্যায়ে ক্লাস প্রতিনিধিদের (সিআর)কাছ থেকে বিভিন্ন অভিযোগ শোনা হয়। ক্লাস প্রতিনিধিগণ সেমিস্টারের সময়সীমা সম্পর্কে পরিষ্কার জানতে চান, এছাড়া বুটেক্সের নতুন ভবনের সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেন। তন্মধ্যে ক্লাসে প্রজেক্টরের ও সাউন্ড সিস্টেমের অভাব, বৃষ্টি হলেই ফ্লোরে পানি জমে যাওয়া এবং লিফটে পানি ঢুকে বন্ধ হয়ে যাওয়া, ল্যাব রিপোর্টের পরিবর্তে জব শীটের ব্যবস্থা করা, ক্যাফেটেরিয়া সমস্যা, ল্যাব ফ্যাসিলিটি বৃদ্ধি করা, শিওর ক্যাশ সমস্যা ইত্যাদি উল্লেখযোগ্য।
অধ্যাপক ড. ফরহাদ তার বক্তব্যে সময়ানুবর্তিতা ও দায়িত্বানুভূতির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভুল-ত্রুটি ছাত্র-শিক্ষক উভয়েরই হতে পারে, তবে আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান সম্ভব।
রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, ‘শুদ্ধাচার নিজের ভিতর থেকে উপলব্ধির বিষয়
ধর্মীয় অনুভূতি জাগ্রত থাকলে তবেই নীতি নৈতিকতা বাস্তবায়ন সহজ হবে।’ এছাড়া তিনি উপাচার্যের অনুরোধে ক্লাস প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন। জবাবে তিনি বলেন, ‘সব সমস্যা একদিনে সমাধান হবে না, তবে দ্রুত সময়ের মধ্যে উদ্ভুত সমস্যাগুলোর সমাধান করা হবে।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ সরকারের নানাবিধ কার্যক্রমের মধ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা প্রতিষ্ঠানের নৈতিকতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এছাড়া অনলাইনে বুটেক্সের সেমিস্টারের ফর্মফিলাপ করার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন এবং অচিরেই সেটা বাস্তবায়ন করার আশ্বাস দেন।