মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় অভিভাবকদের সাথে শিক্ষক মন্ডলীর শিক্ষার মান উন্নয়ন ও পরিবেশ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তপন কুমার বিশ্বাস।
উক্ত মতবিনিময় সভায় বক্তৃতা করেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের অভিভাবক ফোরামের সহ-সভাপতি আসমাতু ফেরদাউস ময়না, মো: নবির উদ্দিন, সাধারন সম্পাদক কল্লোল সরকার, সৈয়দ শওকত হোসেন,আরমান শরিফ, বিভাশ দাস,বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরফদার শরিফুল ইসলাম,শেখ মুজিবুর রহমান,মো: জিল্লুর হায়দার,অজিয়ার রহমান শিকদার মো: মহিতুর রহমান প্রমুখ।
অভিভাবক ফোরামের সাধারন সম্পাদক বলেন, শিক্ষক, অভিভাবক ও ছাত্র হচ্ছে একটি পরিবারের মতো এক জন ছাড়া আর এক জন চলতে পারবে না, তাই আমাদের পাঠ দানে আরো আন্তরিক হতে হবে। ছাত্রদের নৈতিকতা শিক্ষা দিতে হবে।
প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে অভিভাবকদের।