চিকিৎসায় প্রয়োজন ২লাখ টাকা
অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবছরের এসএসসি পরীক্ষার্থী মো. ফাহিম ফয়সাল (১৭) ইপিলিফসি (খিঁচুনি) রোগে ভূগছে। তার চিকিৎসায় প্রয়োজন কমপক্ষে ২ লাখ টাকা। গরীব পিতা-মাতা এ পরিমাণ টাকা জোগাড় করতে পারছেন না।
ফাহিমের পিতা নওয়াপাড়া বাজারের এক মুদি দোকানের কর্মচারী। স্ত্রী আর স্কুল পড়ুয়া দুই সন্তানকে নিয়ে শহরের একটি ভাড়াটিয়া বাড়িতে বসবাস করেন তিনি। খুবই কষ্টে দিন চলে তাদের। একমাত্র আশার আলো এবারের এসএসসি পরীক্ষার্থী ছেলে ফাহিম ফয়সাল ইপিলিফসি (খিঁচুনি) রোগে আক্রান্ত হয়েছে। তার সুচিকিৎসা করাতে না পারলে তার আর পরিক্ষা দেয়া হবেনা।
এবছরের এসএসসি পরীক্ষার্থী ছেলের চিকিৎসায় ব্যয়ের হিসাব শুনে গরীব পিতা-মাতার মাথায় যেন বজ্রপাত ঘটেছে। বৃহস্পতিবার সকালে খুলনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক এসএম আব্দুল আউয়ালের প্রেসক্রিপশন হাতে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন অসহায় পিতা মো. বাবলুর রহমান। তিনি কাঁদতে কাঁদতে জানান, তার ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন ২লাখ টাকা। এত টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভম নয়। তিনি তার মেধাবী ছেলের চিকিৎসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি সাহায্য পাঠাতে চান। তাহলে অসহায় পিতা মো. বাবলুর রহমানের বিকাশ ০১৭৪৮-০০০৬৭৮ নম্বর-এ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।