ডেস্ক রিপোর্ট।।
সুপ্রিম কোর্ট নূপুরের আর্জি খারিজ করে দিয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর দিল্লিতে সরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিজেপি মুখপাত্র (বর্তমানে নিলম্বিত) নূপুর শর্মা। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে তাকে তীব্র ভর্ৎসনা করেছে।
এক নজরে সুপ্রিম কোর্টের ১০ টি ধমকগুলো হচ্ছে –
১।নুপুর শর্মার দায়িত্বহীন মন্তব্যের কারনেই উদয়পুরে নৃশংস ঘটনা ঘটেছে।
২।নুপুরের মন্তব্য মানুষের আবেগ উস্কে দেয়ার মতো।
৩।নুপুর টিভিতে উপস্থিত হয়ে দেশের কাছে ক্ষমা চান।
৪। নুপুর ক্ষমা চাইতেও বিলম্ব করেছেন।
৫। নুপুরের মতো মানুষেরা দায়িত্বহীন মন্তব্য করে হিংসায় উস্কানি দেন।
৬। দেশে যা কিছু অশান্তি হচ্ছে,তার জন্য একমাত্র দায়ী নুপুর।
৭। নুপুরের মন্তব্য গোটা দেশে আগুন জ্বালিয়েছে।
৮। নুপুরের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই।নুপুরই নিরাপত্তার জন্য বিপদ হয়ে উঠেছেন।
৯। রাজনৈতিক দলের মুখপাত্র হওয়ার অর্থ এই নয় যে যা মুখে এলো তাই বলে দিলাম।
১০। ক্ষমতার দম্ভ নূপুর শর্মার মাথায় চড়ে গিয়েছে।
আর্জি খারিজ করে দিয়ে নূপুরকে হাই কোর্টে যেতে বলেছেন বিচারপতি। পাশাপাশি, দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে তারা কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সূত্র-আনন্দবাজার