ডেস্ক রিপোর্ট।।
এবার শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোবকারীরা। এর আগে বিক্ষোবকারীরা রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবন ও অফিসে জোর করে ঢুকে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোবকারীদের কেউ কেউ প্রধানমন্ত্রীর বিছানা ও অন্যান্য আসবাবপত্রের উপর বসে সেলফি তুলছেন । এসময় বাইরে শত শত বিক্ষোবকারী জাতীয় পতাকা হাতে সরকারের পদত্যাগ দাবি করে মিছিল দিচ্ছে।
বিক্ষোবকারীরা জোর করে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পুলিশ কাদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোবকারীদের নিরস্ত করতে চাইলেও সেটা সম্ভব হয়নি।
দেশটির প্রতিরক্ষা দপ্তর থেকে বলা হয়েছে , প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তার বরাতে জানিয়েছে, প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি এখনও দেশের প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর একটি ইউনিট তাকে নিরাপত্তা দিচ্ছে।