ডেস্ক রিপোর্ট।।
মালদ্বীপের সূত্রগুলো ডেইলি মিররকে জানিয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মালদ্বীপে রাজপাকসে পৌঁছানোর পর সেখানে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হওয়ার পর তিনি সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে নিজে টেলিফোনে কথা বলেন। সিঙ্গাপুর থেকে সবুজ সংকেত মেলে। রাজাপাকসের স্ত্রী ও তার দুজন দেহরক্ষীও সিঙ্গাপুর যাচ্ছেন। এর আগে রাজাপাকসে যুক্তরাষ্ট্রে ভিসার জন্যে আবেদন করলেও তা তিনি পাননি। এপরই মালদ্বীপ রওনা দেন তিনি। হিন্দুস্থান টাইমস/পিটিআই
মালদ্বীপের আকাশে প্রেসিডেন্ট রাজাপাকসেকে নিয়ে মোট ১৩ জন সফরসঙ্গীকে নিয়ে শ্রীলঙ্কার সামরিক বিমানটি অবতরণের প্রাথমিক অনুরোধ জানালে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। কিন্তু পরে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অনুরোধে অবতরণের অনুমোদন দেওয়া হয়।
মালদ্বীপে গোতাবায়ে রাজাপাকসে এসে পোঁছালে মালদ্বীপের বেশিরভাগ রাজনৈতিক দল প্রেসিডেন্ট সালেহ, মালদ্বীপের মজলিস (সংসদ) স্পিকার এবং প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়। এরাই শ্রীলঙ্কা থেকে পালাতে রাজাপাকসেকে সহায়তা দেয়। মালদ্বীপের মিডিয়া জানিয়েছে যে রাজাপাকসে বেশি দিন সেখানে থাকতে পারবেন না। নিউজ এইট্টিন
মালদ্বীপের একজন সরকারি প্রতিনিধি তাকে ভেলানা বিমানবন্দরে অভ্যর্থনা জানান এবং পুলিশ এস্কর্টের অধীনে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান। মালদ্বীপ সরকারের যুক্তি হল রাজাপাকসে এখনও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, এবং তিনি পদত্যাগ করেননি বা তার ক্ষমতা উত্তরাধিকারীর কাছে হস্তান্তর করেননি। তাই তিনি মালদ্বীপে যেতে চাইলে তা অস্বীকার করা যেত না বলে সূত্র জানায়।
রাজাপাকসে শ্রীলঙ্কার সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করেছেন বলে বুধবার দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে আনুষ্ঠানিকভাবে জানান। তিনি এক বিশেষ বাণীতে বলেন, রাষ্ট্রপতি তাকে অবহিত করেছেন যে প্রধানমন্ত্রী দেশ থেকে দূরে থাকায় তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, শ্রীলঙ্কায় ভারতের হাইকমিশন স্পষ্টতই ‘ভিত্তিহীন এবং অনুমানমূলক’ মিডিয়া রিপোর্ট অস্বীকার করে বলেছে রাজাপাকসেকে মালদ্বীপে পালিয়ে যেতে দিল্লি সহায়তা করেনি।
বিবিসি জানিয়েছে যে রাজাপাকসের ছোট ভাই এবং প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও দেশ ছেড়েছেন। আমাদের সময়ডটকম