ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলি সকল ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশ উন্মুক্ত করে দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েলি হজযাত্রীদের জন্য সরাসরি ফ্লাইট চালু করা হবে। হারেৎজ, সিএনএন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান শুক্রবার বলেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করণের পথে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইসরায়েলের সকল ফ্লাইটের জন্য তার আকাশসীমা উন্মুক্ত করবে।
সুলিভান আরো বলেন, সকল বেসামরিক ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত করে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। অনেক দিন ধরে প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরবের সঙ্গে যোগযোগ রক্ষা করছিলেন। সৌদির ঐতিহাসিক এই সিদ্ধান্ত বাইডেনের নীতিগত কূটনীতির ফলাফল। এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যাবশ্যক ছিলো।
প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় যাচ্ছেন। বাইডেনই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি সরাসরি ইসরায়েল থেকে সৌদি আরবে সফর করছেন। ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের প্রতীক হচ্ছে বাইডেনের ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে এ ফ্লাইট।
সাম্প্রতিক বছরে দেখা গেছে, সৌদি আরব ইসরায়েলের কিছু ফ্লাইটকে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। ২০২০ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্রাউন প্রিন্স বিন সালমানের সাথে সাক্ষাতের জন্য সৌদি আরবে এসেছিলেন। এছাড়া গত সপ্তাহে বেশ কয়েকজন ইসরায়েলি প্রতিরক্ষা সাংবাদিক সৌদি আরবে সফর করেছেন। সৌদিও তাদেরকে স্বাগত জানিয়েছে। যা বিভিন্ন সংবাদপত্রে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। আমাদের সময়ডটকম