বাঘারপাড়া প্রতিনিধি।। বাঘারপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার হাবুল্যা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রয়াত ফয়েজুল শেষ জীবনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, দরাজাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দীন মোল্যা, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব সেলিম রেজা বাদশা, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন, দরাজহাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী,আওয়ামীলীগ নেতা সুকুমার সরকার, শ্রমীকলীগের যুগ্ম আহবায়ক সাহেব আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাসুদ আলম টিপু , ছাত্রলীগ নেতা বাদশা বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর আলী সরদার।