গোলাম কবির, বুটেক্স প্রতিনিধি।।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় থাকা প্রথম ৩০২৭ জনের তালিকা প্রকাশ হয়েছে।
২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মনন মোঃ সাদিম সামি। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মোঃ সাকিব আহমেদ এবং খান সাবরিন আহমেদ রিজভী।
উল্লেখ্য, গত ১২ আগস্ট পাঁচটি কেন্দ্রে বুটেক্সের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ১২৮৬৩ জন, এবার আবেদনকৃত সকল শিক্ষার্থী-ই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও উপস্থিত ছিলেন ৮,১০৪ জন। ১০ টি বিভাগে মোট ৬০০ জন শিক্ষার্থী বুটেক্সে ভর্তি হবার সুযোগ পাবেন।
ভর্তি শুরুর তারিখ খুব অল্প সময়ের মধ্যে বুটেক্সের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।