অভয়নগর (যশোর) অফিস ।।
পরিচ্ছন্নতা শুরু হোক আমার সাথে স্লোগানে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে বিডি ক্লিন। “ক্যাম্পাস আমার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার” কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দুপুর ১২ টায় নওয়াপাড়া মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা বিষয়ক সমাবেশে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, শিক্ষক সিদ্ধার্থ রায়,এমদাদুল হক, দেবাশিষ রাহা, বিডি ক্লিন অভয়নগর উপজেলা টিমের সদস্য গালিব,ফেরদৌস, শিহাব, নাসিম,সংগ্রাম, আশিকুজ্জামান,বিল্লো, সাগর নন্দী, তানিয়া প্রমুখ।
এসময় বিডি ক্লিন শপথ বাক্য পাঠের মাধ্যমে শিক্ষক,ছাত্র-ছাত্রীদের নিজ কলেজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হয়।