মুঃ গোলাম কবীর হিমুল , বুটেক্স প্রতিনিধি।।
বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২ ‘র ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।
আজ শুক্রবার(২রা সেপ্টেম্বর) “শুদ্ধাচার ও নৈতিকতা গঠনে পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মুখ্য” এই বিষয়ে বিতর্ক পর্বটি অনুষ্ঠিত হয়। বিতর্কের বিপক্ষে অংশ নেন বুটেক্স এবং পক্ষে অংশ নেন জাবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্ক করেছেন বুটেক্সের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী শাকিল আহমেদ সাগর, নাঈম মাহমুদ এবং মুজাহিদুর রহমান রুম্মান। উক্ত বিতর্কের শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ সাগর।
এর আগে শুক্রবার (২৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ.ফ.ম কামাল উদ্দিন হলকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছিলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।
এ বিষয়ে বুটেক্স বিতর্ক দলের সদস্য নাঈম মাহমুদ কে, চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কে বহুবার বুটেক্সকে চ্যাম্পিয়নের শিরোপা এনে দিতে পারলেও জাতীয় পর্যায়ের টেলিভিশন বিতর্কে আমরা কখনো ফাইনালের মঞ্চে নিয়ে যেতে পারি নি। তাই অনেকদিন ধরেই এই সুপ্ত ইচ্ছাটি আমাদের ছিলো আর বাংলাদেশ টেলিভিশন থেকেও প্রথমবার আমন্ত্রণ পেয়েই ফাইনালের মঞ্চে বুটেক্স এবং চ্যাম্পিয়ন হয়েছি। তাই অনুভূতিটা অনেক বেশি আবেগ আর ভালোলাগার সংমিশ্রণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দীন।
বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মোট ১০৪ টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন পর্বে বিজয়ী হয়ে অবশেষে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।