1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে গ্রীষ্মকালিন আন্ত:স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা চলছে - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

অভয়নগরে গ্রীষ্মকালিন আন্ত:স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা চলছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

অভয়নগরে চলছে ৪৯তম গ্রীষ্মকালিন আন্ত: স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা।

বুধবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। উদ্বোধনী খেলায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২-১গোলে দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারায়। বিজয়ীদলের মুশফিকুর রহমান আপন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ৫দিন ব্যাপী অনুষ্ঠিত আন্ত:স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৪০টি স্কুল ও ১০টি মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেবে। তাছাড়া এ ক্রীড়া প্রতিযোগিতা শান্তিপূর্ণ পরিবেশে সরকারি বিধি মেনে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিদের্শনা ইতোমধ্যে উপজেলার সকল স্কুল ও মাদরাসায় পাঠানো হয়েছে।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা।  

২য় দিনের খেলায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজকে, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে সরখোলা মাধ্যমিক বিদ্যালয়কে, আন্ধা মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়কে, মহাকাল স্কুল অ্যান্ড কলেজ ২-১ গোলে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়কে এবং ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারায়।

এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক এস এ শামীম আরা, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক এজাজুল হক, সহকারী শিক্ষক এস এম ফারুক আহমেদ, চিন্ময় কুমার সাহা, রেজাউল আলম রেজা, অলিয়ার রহমান, আজিজুর রহমান, সুব্রত কুমার সরকার, স্থানীয় সাংবাদিক তারিম আহমেদ ইমন প্রমুখ। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews