বিডিটেলিগ্রাফ ডেস্ক।।
টি-টুয়েন্টি এশিয়া কাপ-২২ ফাইনাল খেলায় পাকিস্তান কে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।
রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে পাকিস্তান শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠায়।
খেলতে নেমে শ্রীলঙ্কা ৫৮ রানে পাঁচ উইকেট হারানোর পর হাসারাঙ্গা ও রাজাপাকশের ব্যাটে ঘুরে দাঁড়ায় । প্রচন্ড চাপের মধ্যেও ভানুকা রাজাপাকশের অপরাজিত হাফসেঞ্চুরি ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যামিও ইনিংসে পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা।
১৭২ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তান সব উইকেট হারিয়ে ১৫৮ রান করে।