বাঘারপাড়া প্রতিনিধি।
মঙ্গলবার (২৫অক্টোবর) বাঘারপাড়া উপজেলার মহিরণ স্কাই কিংস ক্রিড়াচক্র এ্যান্ড একাডেমির উদ্যোগে
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন আয়োজিত ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃর্ণমূল
পর্যায়ে কুস্তি প্রশিক্ষন শেষে ৩০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষন সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার পরিষদে বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের কার্যনির্বাহী
কমিটির সদস্য ও যশোর জেলা কুস্তি ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আলী আনোয়ার। প্রশিক্ষক আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড় বর্তমানে কোর্চ ও রেফারি মো: আজগর আলী মোল্যা। মহিরণ স্কাই কিংস ক্রিড়াচক্র এ্যান্ড একাডেমির সার্বিক ব্যবস্থাপক মো: জালাল উদ্দীন মোল্যা। টাইগার ওলিদ হাসান, ধারাভাষ্যকার তুহিন পারভেজ।
একই সাথে অভয়নগর উপজেলায় প্রশিক্ষন শেষ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অভয়নগরে প্রশিক্ষক
ছিলেন জাতিয় কুস্তি খেলোয়াড় বাবুল মোড়ল।
উল্যেখ্য বাঘারপাড়া উপজেলার মহিরণের বোলদেঘাটা মোড়ে গত ক্যাম্প ১১ অক্টোবর এই কুস্তি প্রশিক্ষন ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা কুস্তি ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আলী আনোয়ার।