নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুই বছর পর অভয়নগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
নওয়াপাড়া পৌরসভার আয়োজনে আগামী ১১ নভেম্বর শুক্রবার ভৈরব নদে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ প্রতিযোগিতা সফল ও সার্থক করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া পৌরসভার সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার মোল্যা, ভীম চন্দ্র দে, রেজওয়ান ফারাজী, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, বিপুল শেখ, তালিম হোসেন, রেজা ফারাজী, আওয়ামী লীগ নেতা মোল্যা আনোয়ার হোসেন, গোলাম আজম মিঠু, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহীন হোসেন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, অভয়নগর থানা, ফায়ার সার্ভিস ও নওয়াপাড়া নৌবন্দরের প্রতিনিধিগণ সহ নৌকাবাইচ পরিচালনা কমিটি ও উপ-কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উক্ত কমিটির সদস্য সচিব উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল। এবারের নৌকাবাইচ সফল ও সার্থক করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।