এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।
কুড়িগ্রামে গ্লামার গার্ডেনের শোরুম উদ্বোধন করতে আসেন ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকায় ওপু বিশ্বাস এসেছেন এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জনতার ভীড় লেগে যায়।
এক নজর দেখতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভীড় জমায়। জনতার ভীড় ঠেকাতে পুলিশ মোতায়েন করেন। পরে ফিতা ও কেক কেটে শো-রুমের উদ্বোধন করেন অপু বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লামার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম( জয়), গ্লামার ইলেকট্রনিক্সের পরিচালক মো: জহিরুল ইসলাম, গ্লামার গার্ডেন শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মো:আশরাফুল ইসলাম প্রমূখ ।