রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি। দেবাহাটায় পল্লীসমাজের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে দেবহাটা গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বাল্যবিবাহের উপর আলোচনা, বাল্যবিয়ের উপর রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং নারীদের অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পল্লীসমাজ সভা প্রধান বিলকিছ পারভীন, সম্পাদক আনোয়ারা খাতুন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির এসোসিয়েট অফিসার সামছুননাহার পারভীন।