সজল কুমার মন্ডল
হে করোনা আর দিও না, মানুষের প্রতি এমন নিষ্টুর হানা।
তোমার নিষ্টুর অত্যাচারের কবলে পড়ে কাঁপছে গোটা বিশ্ব আজ।।
বিশ্ব জগৎের লক্ষ্য মানুষের মৃত্যুর কাল হয়ে দাড়িয়ে আছ তুমি আজ।
তাইতো আজ পৃথিবীর যত ধনী-গরীব, বৃদ্ধ, বনিতা সবাই তোমার কাছেই ঠেকা।
তবুও কী এত কিছুর পরেও হয়না কি তোমার দয়া?
তোমার নিষ্টুর ছোবল থেকে বাঁচতে গিয়ে ঠায় নিয়েছি ঘরের কোনে, বন্ধী জীবন বড় দুরশ্যহ।।
দিন মুজুরি শ্রমিক যারা, পেঠের দায়ে ছুটছে তারা !!
মৃত্যুকে তারা ভাগ্যে রেখে ছুটছে তারা জীবন পথে।
এত কিছু করার পরেও
হয় না কী তোমার দয়া?
তোমার কবোলে পড়ছে যারাই,
পর হচ্ছে আপন তারাই
অন্ধকারে শেষ গলিতে
মরছে তারা ধুঁকে ধুঁকে।।
আপন হারা কষ্ট নিয়ে কত মায়ের অশ্রু ঝরে।
আঁচল দিয়ে কেউ মোছে না সেই চোখেরি জল।
তবুও, এত আঘাত দিয়েও কী মেটে না তোমার সাধ?
মানছি তুমি মহাবীর, ফেলে দাও এবার রণ তীর।
আর নিও না নিরিহ প্রান, দিয়েছি তো অনেক বলিদান।।
এবার যদি না শোন তবে,
আর দিব না নিতে তোমায় শত শত প্রান।।
সবাই মিলে সতর্কতায় করবো এবার জয়। এই মাটিতে বিনাশ হবে অশুভ শক্তির জয় ।
মুক্ত হবে আকাশ বাতাস, মুক্ত হবে জল, প্রকৃতি আবার নতুন করে গড়বে তাদের দল।
সুর সংগীতে তাল মিলিয়ে গাইবে পাখি গান। ফুলের উপর বসবে গিয়ে প্রজাপতি দল ।।
শিশুরা আবার নতুন করে করবে পাঠশালা। বড় হয়ে এরাই করবে নতুন সূচনা।