বিলাল মাহিনী
ভাড়ায় চালিত যান নিয়ে চলছে সময়
রাত দিন সন্ধ্যা সকাল
রিফ্রেশ করতে করতে কাটে বেলা
একটি দীর্ঘশ্বাসের ভেতর আমার বাসা, প্রয়োজন এসে সময়ে অসময়ে ঘুমিয়ে যায়।
ঘুম বাড়া দিয়ে নির্ঘুম কাটে রাত,
রূপালি জোছনার সাথে সঙ্গমে মেতে উঠে সিক্ত ভালোবাসা
পরকীয়ার পরাগায়ন ও মধু শেষ হওয়া স্বগত আত্মা হারিয়ে যায় মোহময়ী ছলনায়।
হঠাৎ হারিয়ে যাওয়া প্রিয়টাও কখনো কখনো অদ্ভুত ধ্বনি প্রতিধ্বনি করে মিশে যায় হাওয়ায়
ফেলে যায় কতক অচীন মুহুর্ত
রেখে যায় ব্যবহৃত গন্ধ বিলাপ।
ভাঙ্গাচুরা রাতটুকু কেটে যায় অমোঘ টানে, ভেতর বাহির পুড়ে যায় অদৃশ্য অনলে।
কতশত চরিত্রে অভিনয় করলাম, কতশত অভিনয় দেখলাম, এখন ঘুম ভাড়া দিই রাতের, দিনে ঘুমাই।